প্রকাশিত: Fri, Dec 15, 2023 10:27 AM আপডেট: Tue, Jan 27, 2026 8:48 AM
[১]বিএনপির জ¦ালাও পোড়াওয়ে সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
সালেহ্ বিপ্লব: [২] ড. এ কে আব্দুল মোমেন বলেন, নির্বাচন বানচালের জন্য বিএনপি যে পথে নেমেছে, তা কারোই সমর্থন পাবে না। খোদ যুক্তরাষ্ট্রও বিএনপির এই আচরণে সন্তুষ্ট নয়।
[৩] তিনি বলেন, আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। আমরা আমাদের নিজেদের প্রেসারে আছি। একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এটাই আমাদের প্রেসার।
[৪] নিজেদের প্রেসারে থাকার বিষয়টি ব্যাখ্যা করে ড. মোমেন বলেন, আমরা নিজেদের ভ্যালুস প্রমোট করি। জনগণের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, তাদের রায়টা আমরা চাই। আমরা চাই বহু লোক নির্বাচনের সময় কেন্দ্রে গিয়ে ভোট দেবে। এগুলো আমাদের চ্যালেঞ্জ। অন্য কোনো চ্যালেঞ্জ নাই।
[৫] মন্ত্রী বলেন, বহির্বিশ্ব আমাদের সহায়তার কাজ করেছে। তারা চায়, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তারা এরসঙ্গে যুক্ত করেছে, নির্বাচন যেন সংঘাতমুক্ত হয় ,আমরাও চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
[৬] ড. মোমেনকে প্রশ্ন করা হয়, বিএনপির দাবি, যুক্তরাষ্ট্র এ ধরনের নির্বাচন চায় না। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি দাবি করলে ওদের জিজ্ঞেস করেন। কিন্তু আমার মনে হয়, বিএনপি যে কাজগুলো করেছে, আমেরিকা তাতে সন্তুষ্ট নয়। কারণ, আমেরিকাও জ্বালাও-পোড়াও চায় না। আমেরিকা সন্ত্রাসী তৎপরতা চায় না।
[৭] বিএনপির কাছ থেকে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক মাইন্ডসেট পায়নি। আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের সঙ্গে ওদের মানসিকভাবে কোনো তফাৎ নাই।
[৮] বৃহস্পতিবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সম্পাদনা : সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট